নিম্নচাপের জেরে মুষল ধারার বর্ষণে জারি কমলা সতর্কতা, কবে কমতে পারে বৃষ্টি! আবহাওয়ার রিপোর্ট কী বলছে

ভাদ্রের আকাশ কালো করা বর্ষায় গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বৃষ্টিস্নাত। বৃষ্টির এই পূর্বাভাস আগেই ছিল। রাজ্যে নচুন কের নিম্নচাপের জেরে এই প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির গতিপ্রকৃতি নিয়ে আবহাওয়া দফতর কী জানাচ্ছে দেখে নেওয়া যাক।

Stay Conneted