কখনও সফটওয়্যার বিক্রি, কখনও পুরস্কারের টোপ, শহরে কল সেন্টার খুলে বিদেশে প্রতারণা, গ্রেফতার ১১

<strong>আবির দত্ত, কলকাতা:</strong> কলকাতায় বসে বিদেশে প্রতারণা!বড়সড় চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। গ্রেফতার ১১ জন। পুলিশ সূত্রে দাবি, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশে ফোন করত ধৃতরা। কখনও সফটওয়্যার বিক্রি!তো কখনও পুরস্কার জেতার টোপ দিয়ে নেওয়া হত টাকা।কিন্তু ক্রেতারা না পেতেন সফটওয়্যার, না মিলত পুরস্কার! বেশ কয়েকদিন ধরেই এই অভিযোগ

from calcutta https://ift.tt/36hMDVw

Stay Conneted