কলকাতা হাইকোর্টের রায়ের পর বিজেপি আয়োজিত পুজোয় শুধু ডোনার নৃত্যানুষ্ঠান, বাতিল সপ্তমী, অষ্টমী, নবমীর সাংস্কৃতিক পরিকল্পনা

<p>আজ মহাষষ্ঠী। সল্টলেকে ইজেডসিসি-র ভার্চুয়ালে পুজো উদ্বোধন প্রধানমন্ত্রীর। দেবেন শুভেচ্ছা বার্তাও।<br /><br />কলকাতা হাইকোর্টের রায়ের পর, এই পুজোতেও বাতিল হল পুজোর দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী থাকছে।<br /><br />সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর আয়োজনে এবার সরাসরি যুক্ত হয়েছে রাজ্য

from home https://ift.tt/3kkhQLX

Stay Conneted