একাদশীতেও হয় উমার বিসর্জন, কিন্তু করোনা-আবহে শুনশান গঙ্গার ঘাট, নেই চেনা ভিড়

<p>পুজো শেষ। দশমী পেরিয়ে একাদশী। একদিকে বিসর্জন, অন্যদিকে দেবী দর্শন। ফুরিয়েও না ফুরোনো উৎসব। দশমীর পরেও শহরের বেশ কয়েকটি মণ্ডপে রয়ে গিয়েছেন উমা। একদিকে যেমন চলছে ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল হপিং, অন্যদিকে ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। এই বছরের মতো বাঙালির প্রাণের উৎসব শেষ। মন খারাপ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে

from calcutta https://ift.tt/3oIXZce

Stay Conneted