প্রতিদিন মাউথওয়াশ দিয়ে গার্গল করলে নিষ্ক্রিয় হতে পারে করোনা জীবাণু, বলছে গবেষণা

কলকাতা: করোনার কোনও ওষুধ বা স্বীকৃত টিকা এখনও বার হয়নি কিন্তু গবেষণা চলছে বিশ্বজুড়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা দেখেছেন, কয়েকটি ওরাল অ্যান্টিসেপটিক ও মাউথওয়াশের করোনা জীবাণু অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। ওগুলি দিয়ে নিয়মিত গার্গল করে হয়তো করোনা হবে না। গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ মেডিক্যাল ভাইরোলজিতে। তাতে বলা হয়েছে,

from home https://ift.tt/2HmcTEd

Stay Conneted