সময়টা খারাপ চলছে, কী করে কাটাবেন, চাণক্য়ের পরামর্শগুলি মানুন

<p style="font-weight: 400;">মহাজ্ঞানী চাণক্য রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, রণনীতি-সহ নানা বিষয়ে পন্ডিত ছিলেন। জীবনে তিনি উত্থান-পতন, সুসময়-মন্দ সময় সবই দেখেছেন।তাই দুঃসময়ের মধ্যে পড়লে কেমন করে ধৈর্য্য ধরে তার থেকে বেরিয়ে আসা যেতে পারে সে সম্পর্কে তিনি দিশা দিয়েছিলেন।তাঁর সেসব বাণী রয়ে গিয়েছে চাণক্য নীতি-কথায়। কয়েকশো বছর পার হয়ে যাওয়ার পরেও তাঁর কথার তাৎপর্য বেড়েছে

from home https://ift.tt/3pZxCPH

Stay Conneted