অগ্নিমূল্য আলু! 'নতুন আইনের জন্য বেড়েছে কালোবাজারি, রাজ্যের কিছু করার নেই' তোপ মমতার, পাল্টা লকেট

কলকাতা: উৎসবের মরসুম শেষের পরেও বাজারে আলু-পেঁয়াজের চড়া দাম। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৮-৫০ টাকায়। ৪৫ টাকা কেজি দরে বিকোচ্ছে জ্যোতি আলু। পেঁয়াজের দাম এখনও ৭০ টাকা। কোথাও কোথাও ৮০ টাকা দরে বিকোচ্ছে বাছাই করা পেঁয়াজ। ফলে আলু-পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্তের।     করোনা আবহ বদলে দিয়েছে বহু মানুষের জীবন।

from home https://ift.tt/3m2FQ7i

Stay Conneted