আজ ফের বৈঠক, দেড় বছর মকুব রাখার প্রস্তাব প্রত্যাখ্যান, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা

  নয়াদিল্লি: কৃষি আইন নিয়ে কেন্দ্র-কৃষক অচলাবস্থা এখনও কাটল না। আন্দোলনরত কৃষকরা কেন্দ্রীয় সরকারের সমাধানসূত্র প্রত্যাখ্যান করেছেন, জানিয়ে দিয়েছেন, তিন কৃষি আইন প্রত্যাহার ছাড়া কোনও কিছুই তাঁরা মানবেন না। এই পরিস্থিতিতে আজ কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের একাদশ রাউন্ড বৈঠক। শোনা যাচ্ছে, সেখানেই কৃষক প্রতিনিধিরা সরকারকে জানিয়ে দেবেন, আইন প্রত্যাহার ছাড়া

from home https://ift.tt/393Vj34

Stay Conneted