Coronavirus update: করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে উদ্বেগ, সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যগুলিকে একগুচ্ছ নয়া নির্দেশিকা কেন্দ্রের

<p>&nbsp;</p> <p><strong>নয়াদিল্লি:</strong> করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে নতুন করে উদ্বেগ। সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।</p> <p>১ এপ্রিল-৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন গাইডলাইন। নির্দেশিকায় বলা হয়েছে, &nbsp;&lsquo;কোভিড বিধি পালনে আরও কড়াকড়ি করতে হবে&rsquo;। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।</p> <p>প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে,</p> <p>- &nbsp;&lsquo;দ্রুত পরীক্ষা করে করোনা রোগীকে চিহ্নিতকরণ করতে হবে&rsquo;</p> <p>-&lsquo;সংক্রমণের উৎস দ্রুত খুঁজে বের করতে হবে&rsquo;</p> <p>-&lsquo;আরটিপিসিআর টেস্টের সংখ্যা আরও দ্রুত বাড়াতে হবে&rsquo;</p> <p>-&lsquo;সংক্রমিতকে দ্রুত চিহ্নিত করে আইসোলেশন&rsquo;</p> <p>-&lsquo;সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও দ্রুত চিহ্নিত করতে হবে&rsquo;</p> <p>-&lsquo;কনটেনমেন্ট জোনের তালিকা ওয়েবসাইটে দিয়ে জানাতে হবে&rsquo;</p> <p>-&lsquo;করোনার টিকাকরণে গতি বাড়াতে হবে&rsquo;</p> <p>-&lsquo;মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে&rsquo;</p> <p>&nbsp;</p> <p>কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।</p>

from coronavirus https://ift.tt/3sfYBHF

Stay Conneted