Coronavirus Update: করোনার ভারতীয় স্ট্রেনের হদিশ, দোলের আগে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

<p style="text-align: justify;"><strong>ঝিলম করঞ্জাই ও সুমন ঘড়াই</strong><strong>, </strong><strong>কলকাতা:</strong> এবার করোনার নতুন ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল। উদ্বিগ্ন দেশের বিজ্ঞানীরা। এদিকে, সংক্রমণ মোকাবিলায় হোলি-সহ বেশ কিছু উৎসবে প্রয়োজন হলে বিধিনিষেধ জারি করা যেতে পারে বলে রাজ্যগুলিকে জানাল কেন্দ্র। অন্যদিকে, কোভিড বিধি মেনেই যে এবার ভোট হবে তা ফের জানাল নির্বাচন কমিশন।</p> <p style="text-align: justify;">উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতি মুহূর্তে ভয়, কী জানি, আবার কী হয়? এই অবস্থায় ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার রিপোর্ট, এই উদ্বেগকে আরও খানিকটা বাড়িয়ে দিল। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলিয়ান স্ট্রেনের পর এবার করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিভিন্ন জিনগত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ভারতীয় স্ট্রেনের খোঁজ পেয়েছে গবেষণা সংস্থা ইনসাকগ তথা INSACOG।</p> <p style="text-align: justify;">এই নতুন স্ট্রেনের দু-দু&rsquo;বার মিউটেশন হয়েছে। এই স্ট্রেন কতটা মারাত্মক, কতটা মারণ ক্ষমতা তা এখনও জানা যায়নি৷ বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্না জানান, &lsquo;&lsquo;ভ্যারিয়েন্ট অফ কনসার্ন পাওয়া গেছে, কতটা ক্ষতিকর জানা যায়নি ৷&rsquo;&rsquo;</p> <p style="text-align: justify;">একদিকে যখন করোনার ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল, তখন ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ একলাফে অনেকটাই বাড়ল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯৯।&nbsp; দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে পৌঁছেছে ৪৭ হাজার ২৬২-তে। মঙ্গলবার যা ছিল ৪০ হাজার ৭১৫।</p> <p style="text-align: justify;">চিকিত্&zwj;সকদের একটা বড় অংশ বলছে, ভারতে আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। যে কোনও মুহূর্তে এরাজ্যেও তা আছড়ে পড়তে পারে। এই অবস্থায় নতুন স্ট্রেনের আবির্ভাব। আসন্ন হোলি উৎসবের কথা ভেবে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের। বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্না বলেন, &lsquo;&lsquo;উদ্বেগ থাকবেই, উৎসবে মানুষ লাগামছাড়া, সংক্রমণ বাড়ে, বিধি না মানলে বিপদ ৷&rsquo;&rsquo;</p> <p style="text-align: justify;">তবে উৎসবে যাতে সংক্রমণের হার না বাড়ে, তারই আগাম পদক্ষেপ হিসেবে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দোল, হোলি-সহ অন্যান্য উৎসবের ক্ষেত্রে, দরকারে স্থানীয় স্তরে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা জারি করতে পারে সংশ্লিষ্ট রাজ্য সরকার। করোনা আবহেই শনিবার শুরু হচ্ছে নীলবাড়ি দখলের লড়াই। তবে সংক্রমণ রুখতে কোভিড বিধি মেনে ভোটগ্রহণ হবে বলে আরও একবার জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানাচ্ছেন, &lsquo;&lsquo;একতলায় ভোটগ্রহণ কেন্দ্র, ৩১ শতাংশ বুথের সংখ্যা বাড়ানো হয়েছে ৷&rsquo;&rsquo; তবে ভোট মিটলে সংক্রমণের হার কোথায় পৌঁছয়, সেদিকেই তাকিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।</p>

from coronavirus https://ift.tt/3chz3UZ

Stay Conneted