Irfan Pathan Corona Positive: এবার করোনা আক্রান্ত ইরফান, কাঠগড়ায় রোড সেফটি সিরিজ

<p><strong>নয়াদিল্লি</strong><strong>:</strong> সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান ও এস বদ্রীনাথের পর এবার ইরফান পাঠান। ফের এক তারকা ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। এই নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া মোট চারজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার করোনা পজিটিভ হিসাবে চিহ্নিত হলেন।</p> <p>শনিবার সচিন ও ইউসুফ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দুজনই জানিয়েছিলেন যে, তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। রবিবার বদ্রীনাথও জানান যে, তিনি করোনা আক্রান্ত। ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে মাঠে নেমেছিলেন ইরফানও। এবার তিনি ট্যুইট করে জানান যে, তাঁর শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।</p> <p>সোমবার ট্যুইট করে জুনিয়র পাঠান সকলকে জানান, তিনি করোনা আক্রান্ত। ট্যুইটারে ইরফান লেখেন, &lsquo;কোনও উপসর্গ ছাড়াই আমি করোনা পজিটিভ চিহ্নিত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। সাম্প্রতিক অতীতে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।&rsquo;</p> <p>কয়েকদিন আগেই ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন চার ক্রিকেটারই। ভারতীয় দলকে চ্যাম্পিয়নও করেন তাঁরা। কিন্তু সচিন তেন্ডুলকরের পর ইন্ডিয়া লিজেন্ডসের অন্যতম সদস্য ইউসুফ পাঠান, এস বদ্রীনাথ ও ইরফান পাঠানও করোনা আক্রান্ত হলেন।</p> <p>এর আগে ট্যুইটে ইউসুফ পাঠান লিখেছিলেন, &lsquo;আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে সামান্য উপসর্গ রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সবরকম সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসার মধ্যে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।&rsquo;</p> <p>[tw]https://twitter.com/IrfanPathan/status/1376575500680798209[/tw]</p> <p>তাঁর আগে ট্যুইট করে সচিন জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়। তবে বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান মাস্টার ব্লাস্টার।</p> <p>এতজন তারকার একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবরে শোরগোল পড়েছে। অনেকেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজকে দায়ী করছেন। প্রশ্ন উঠছে, গোটা বিশ্বে যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তখন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে এই সিরিজ আয়োজন কতটা যুক্তিসঙ্গত ছিল, তা নিয়ে।</p>

from coronavirus https://ift.tt/31w6QU4

Stay Conneted