Mann ki Baat: ‘জনতা কার্ফু’ ছিল বিশ্বের কাছে প্রেরণা ‘মন কি বাত’ অনুষ্ঠানে বললেন মোদি

<p><strong>নয়াদিল্লি:</strong> ৭৫ তম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই রেডিও অনুষ্ঠানের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তাঁর ভাষণের সূচনা করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের ৭৫ তম পর্বে বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য শ্রোতাদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর।</p> <p>করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গত বছরের মার্চে দেশে জনতা কার্ফুর ঘোষণা হয়েছিল। সেই জনতা কার্ফুর প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বললেন, জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা। জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।</p> <p>প্রধানমন্ত্রী&nbsp; ২০২০-র মার্চে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে দেশ কতটা সতর্ক ছিল &nbsp;তা&nbsp; তাঁর ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু এখন ভারত করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলিকে কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ করছে।</p>

from coronavirus https://ift.tt/2PeQzjN

Stay Conneted