PM-CM Virtual Meet: দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

<p><strong>নয়াদিল্লি:&nbsp;</strong>দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ বেলা সাড়ে ১২টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।</p> <p>সূত্রের খবর, দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।&nbsp;</p> <p>গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী।&nbsp;</p> <p>এই পরিস্থিতিতে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। &nbsp;</p> <p>রাজ্যে ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।<br />&nbsp;&nbsp;<br />দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫৬ জনের। &nbsp;আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৯ হাজার ৮৩১। &nbsp;<br />এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ৫৪৩ জন। &nbsp;</p> <p>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৮। &nbsp;</p> <p>গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৯২ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৬ হাজার ২৯১। &nbsp;</p> <p>গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ১৯১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৭ হাজার ৪৫৫।&nbsp;</p> <p>সম্প্রতি, করোনা আক্রান্তের তালিকায় নাম উঠেছে একাধিক সেলিব্রিটি ও তারকা। সাম্প্রতিকতম, করোনা-আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।&nbsp;</p> <p>এর আগে, কোভিড আক্রান্ত হন ফুটবলার সুনীল ছেত্রী। করোনার থাবা আবারও পড়েছে বলিউডে। মারণ ভাইরাসে আক্রান্ত রণবীর কপূর, পরিচালক সঞ্জয় লীলা বনশালী প্রমুখ।</p> <p>অন্যদিকে, করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২৬ লক্ষ ৬৯ হাজার ৭১০ জনের। &nbsp;আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার ২৮৮। &nbsp;এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৪ লক্ষ ১৪ হাজার ৪০৪ জন। &nbsp;</p>

from home https://ift.tt/3lm5BA7

Stay Conneted