WB Election 2021:  প্রার্থী হতে পারেন দিলীপ-মুকুল? ভাবনা বিজেপি শীর্ষ নেতৃত্বের

<p><strong>দীপক ঘোষ, কলকাতা:</strong> &nbsp;ইতিমধ্যেই ৪ সাংসদকে বিধানসভা ভোটের লড়াইয়ে নামিয়েছে বিজেপি। এবার আরও একঝাঁক হেভিওয়েটকেও ভোটের ময়দানে নামাতে পারে গেরুয়া শিবির বলে সূত্রের খবর।</p> <p>বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ ও মুকুল রায়কে &nbsp;প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব।</p> <p>এর মধ্যে, দিলীপ ঘোষ বর্তমানে মেদিনীপুরের সাংসদ। ২০১৬ সালে খড়গপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। তারপর বিধায়ক পদ ছেড়ে ২০১৯-এ লোকসভা ভোটে জিতে সাংসদ হন দিলীপ ঘোষ।</p> <p>মুকুল রায় শেষবার বিধানসভা ভোটে লড়েছিলেন ২০০১ সালে। উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।&nbsp;</p> <p>&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/3cJi2Ss" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p> <p>তারপর থেকে মূলত তৃণমূলের ব্যাকরুম স্ট্র্যাটেজিস্ট হিসাবেই দায়িত্ব সামলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। বর্তমানে বিজেপির হয়েও মূলত সাংগঠনিক কাজকর্ম ও নির্বাচনী কৌশল স্থির করার দায়িত্বে রয়েছেন মুকুল রায়।&nbsp;</p> <p>এখন প্রশ্ন হল, শেষ অবধি কি প্রায় দু&rsquo;দশক বাদে বিধানসভা ভোটের লড়াইয়ে নামবেন তিনি? ভোট-যুদ্ধে নামলে কোন আসন থেকে প্রার্থী হতে পারেন মুকুল?&nbsp;</p> <p>দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র খড়গপুর সদর আসন থেকে এবার বিজেপি প্রার্থী করেছেন হিরণ চট্টোপাধ্যায়কে। &nbsp;তাই এক্ষেত্রেও প্রশ্ন হল, দিলীপ ঘোষ প্রার্থী হলে, কোথা থেকে দাঁড়াবেন? যদিও, এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।</p> <p><br />&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/3rTUa4Y" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>রাজ্যের বিজেপি নেতাদের দিল্লিতে তলবের পর গতকাল রাতেই দিলীপ ঘোষ, রাহুল সিনহারা রাজধানীতে গিয়েছেন। &nbsp;প্রার্থী পছন্দ না হওয়ায় হেস্টিংসে বিজেপি দফতরের গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে। &nbsp;</p> <p>সে প্রসঙ্গে রাহুল সিনহার দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে। &nbsp;এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, সংসার বড় হয়েছে। তবে সবাই প্রার্থী হতে চাইলে তো আর তা সম্ভব নয়। &nbsp;</p>

from home https://ift.tt/3cHQ9Kr

Stay Conneted