Coronavirus in India : লড়াইটা কোভিডের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে নয় ; ফের মোদি সরকারকে বিঁধে টুইট রাহুলের

<p>দিল্লি : করোনার প্রকৃত তথ্য নিয়ন্ত্রণ করছে কেন্দ্র। গতকালই টুইটারে এই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। আজ ফের দেশের করোনা পরিস্থিতি নিয়ে টুইটারে সরব হলেন তিনি। মোদি সরকারের উদ্দেশে তাঁর মন্তব্য, কোভিডের বিরুদ্ধে লড়াই করুন, কংগ্রেসের বিরুদ্ধে নয়।</p> <p>দেশের করোনা পরিস্থিতি আজও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের ৷ এদিকে এত এত আক্রান্তকে সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য। অক্সিজেন-ওষুধের ঘাটতির মতো সমস্যা তো রয়েছেই।&nbsp;</p> <p>এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় মোদি সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে চলেছেন রাহুল। সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।&nbsp;গতকালই টুইটারে তিনি লিখেছিলেন, "চাকরি এবং উন্নয়নের তথ্যর মতোই, কেন্দ্রীয় সরকার করোনার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। ওরা মহামারী নিয়ন্ত্রণে না আনতে পারে, কিন্তু মহামারীর তথ্য নিয়ন্ত্রণ করতে পারে।"&nbsp;</p> <p>এরপর আজ ফের টুইটারে কেন্দ্রকে বিঁধলেন রাহুল। লিখলেন, "মোদি সরকারের বোঝা উচিত যে লড়াইটা করোনার বিরুদ্ধে, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।"</p> <p>প্রসঙ্গত, কংগ্রেস অভিযোগ তুলেছে, করোনা মোকবিলায় ব্যর্থ মোদি সরকার। রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। অক্সিজেন, বেড এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে রাহুল দলীয় কর্মীদের উদ্দেশে আর্জি জানিয়েছিলেন, আপনারা মানুষকে সাহায্য করুন।&nbsp;</p> <p>&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3sSW4Cv

Stay Conneted