India Corona Cases, 27 April: করোনা ঝড় ! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল ভারতে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">India reports 3,23,144 new <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COVID19</a> cases, 2771 deaths and 2,51,827 discharges in the last 24 hours, as per Union Health Ministry <br /><br />Total cases: 1,76,36,307<br />Total recoveries: 1,45,56,209 <br />Death toll: 1,97,894 <br />Active cases: 28,82,204 <br /><br />Total vaccination: 14,52,71,186 <a href="https://t.co/ynq5OSrzCT">pic.twitter.com/ynq5OSrzCT</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1386895208323829761?ref_src=twsrc%5Etfw">April 27, 2021</a></blockquote> <p style="text-align: justify;"> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,৮২,২০৪ জন ৷ কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ১৪,৫২,৭১, ১৮৬ জন ৷ মোট মৃত্যুর সংখ্যা ১,৯৭,৮৯৪ ৷</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">28,09,79,877 samples tested up to 26th April 2021, for <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COVID19</a>. Of these 16,58,700 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) <a href="https://t.co/REQ2NmBXGK">pic.twitter.com/REQ2NmBXGK</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1386886997155860484?ref_src=twsrc%5Etfw">April 27, 2021</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p style="text-align: justify;">তবে দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার দিনের তুলনায় কিছুটা কমেছে ৷ তাতেও অবশ্য স্বস্তি ফিরছে না ৷ কারণ প্রতিদিনই তিন লক্ষের বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা যথেষ্ট চিন্তার বিষয় ৷ দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন। এই সংখ্যক সক্রিয় রোগীর জেরে হাসপাতালগুলিতে এখন কোনও বেডই প্রায় পাওয়া যাচ্ছে না। হন্যে হয়ে ঘুরেও বেড পাচ্ছেন না অনেকে।</p> <p style="text-align: justify;">দেশজুড়ে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট। পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে। ভারতের চলতি করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানোম ঘেব্রিয়েসাস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। সেখানকার পরিস্থিতি হৃদয়বিদারক। ট্রেডোস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতি খুবই সঙ্গিন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশকে এখনও করোনাজনিত গুরুতর সংকটের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ভারতের যে ছবি সামনে এসেছে তা মর্মান্তিক। ভারতের এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থা ভারতে বেশ কিছু অক্সিজেন মেশিন-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাঠাচ্ছে বলে জানিয়েছেন ট্রেডোস। তিনি বলেছেন, সাধ্যমতো সব কিছুই করছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন। গুরুত্বপূর্ণ সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।</p>

from coronavirus https://ift.tt/32Ootz1

Stay Conneted