Indian COVID-19 Variant: করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে অন্তত ১৭টি দেশে, জানাল WHO

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷&nbsp;</p> <p style="text-align: justify;">ইউএন হেলথ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯-এর B.1.617 ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি দেশে ৷ অন্তত ১৭টি দেশে পাওয়া গিয়েছে এই ভাইরাস ৷ এই B.1.617 নিয়ে চিন্তিত হু ৷ করোনার এই ভ্যারিয়েন্ট সব দেশকেই চিন্তায় ফেলার জন্য যথেষ্ট ৷</p> <p style="text-align: justify;">ভারতে শনাক্ত করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট বা ধরন এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।</p> <p style="text-align: justify;">যে কোনও ভাইরাসই ক্রমাগত নিজের ভেতরে নিজেই মিউটেশন করতে থাকে ৷ অর্থাৎ নিজেকে বদলাতে থাকে, এবং তার ফলে একই ভাইরাসের নানা ধরন তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই পরিবর্তন প্রক্রিয়া নিয়ে তেমন মাথাব্যথার প্রয়োজন হয়না, কারণ নতুন তৈরি অনেক ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের চেয়ে দুর্বল এবং কম ক্ষতিকর হয়। কিন্তু কিছু ভ্যারিয়েন্ট আবার অধিকতর ছোঁয়াচে হয়ে ওঠে - যার ফলে টিকা দিয়ে একে কাবু করা দুরূহ হয়ে পড়ে। করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট - যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭ - প্রথম ভারতে শনাক্ত হয় অক্টোবর মাসে।</p>

from coronavirus https://ift.tt/32RZrPN

Stay Conneted