Supreme Court on Coronavirus: কেন ১০০ শতাংশ কিনে নিচ্ছে না কেন্দ্র? ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

<p><strong>নয়াদিল্লি:</strong> কেন্দ্রের করোনাভাইরাস ভ্যাকসিন-নীতি নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।আদালতের প্রশ্ন, &lsquo;কেন্দ্রীয় সরকার কেন ১০০ শতাংশ &nbsp;ভ্যাকসিন কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা নির্মাতা সংস্থার ওপর ছেড়ে দেওয়া হল। রাজ্যগুলির চাহিদার সমতা রক্ষা কীভাবে ঠিক করবে টিকা নির্মাতা সংস্থা? কোন রাজ্য আগে, কোন রাজ্য পরে ভ্যাকসিন পাবে, তা নির্ধারণের নীতি কী?&rsquo;</p> <p>সুপ্রিম কোর্ট বলেছে, &nbsp;&nbsp;১৮-৪৫ বছর বয়সী মানুষের সংখ্যা ঠিক কত, জানাক কেন্দ্রীয় সরকার।</p> <p>আদালত বলেছে, &lsquo;টিকা তৈরিতে বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই বিনিয়োগ শুরু করেছে। টিকা তৈরিতে কেন্দ্র বিনিয়োগ করুক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।টিকা নিয়ে এভাবে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট।</p> <p>একইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন,&nbsp; &lsquo;যাঁরা লেখাপড়া জানেন না, কো উইন অ্যাপ ব্যবহার করতে পারেন না, তাঁদের ভ্যাকসিনেশন কীভাবে হবে&rsquo;?</p> <p><strong>বিস্তারিত আসছে...</strong></p>

from coronavirus https://ift.tt/3gQZBz6

Stay Conneted