Bengal Coronavirus Lockdown:ট্রেন-মেট্রো চালাচ্ছেন না, বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আরও কিছু ছাড় দিয়ে রাজ্যে বহাল থাকছে আংশিক লকডাউন। ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস-অটো-টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন-মেট্রো রেল । রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি থাকছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল এ কথা ঘোষণা করা হয়েছে।&nbsp;<br />এদিকে, রাজ্যের সিদ্ধান্তকে সমালোচনা করল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের উপনির্বাচন আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, সংক্ষিপ্ত সময়ের নোটিসে উপনির্বাচন করা যায়। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের জের টেনে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, এদিকে, উপ নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রপী। বলছেন, সব স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে, ট্রেন-মেট্রো চালাচ্ছেন না। তাহলে বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে। আসলে এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার। রাজ্য সরকারের সেই পরিকল্পনার অভাব রয়েছে। এভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।</p>

from coronavirus https://ift.tt/3A9dakB

Stay Conneted