Bengal Coronavirus News:সংক্রমণে বেড়ি পরাতে হাওড়ায় কিছু এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন

<p style="text-align: justify;"><br /><strong>সুনীত হালদার, হাওড়া:</strong> সংক্রমণ রুখতে হাওড়ার বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। কাল থেকে তিনদিন বন্ধ কয়েকটি বাজার।&nbsp;<br />হাওড়া শহর এবং গ্রামীণ এলাকায় বেশ কয়েকটি জায়গায় করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সব এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী তিন দিন দোকান ও বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। &nbsp;রবিবার থেকে তিনদিন পর্যন্ত বন্ধ থাকছে দোকান ও বাজার।পুলিশের পক্ষ থেকেও মাইকে প্রচারের কাজও শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ডোমজুড় বাজার এলাকা, ঘুসুড়ির নস্করপাড়া বাজার এলাকা ছাড়াও সাঁকরাইলের চাঁপাতলা, রাজগঞ্জ এবং আন্দুলবাজার এলাকায় ওষুধের দোকান ছাড়া সমস্ত ধরনের দোকান ও বাজার রবিবার, সোমবার এবং মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডোমজুড়ের বিডিও জানিয়েছেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আগের থেকে কমলেও তারা চাইছে শূন্যতে নামিয়ে আনতে। তাই এই ব্যবস্থা। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে।&nbsp;<br />এদিকে, রাজ্য জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও রাজপুর সোনারপুর পুরসভা এলাকার কোভিড আক্রান্তের সংখ্&zwnj;যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ৷ এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ জেলাশাসককে নির্দেশ দিয়েছেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷ তারপরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷ প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠক ৷ সিদ্ধান্ত হয়েছে আগামী সোমবার থেকে ৩দিন রাজপুর সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ থাকবে ৷ শুধুমাত্র ঔষধ ও দুধের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ এই বিষয়ে আজ থেকে প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে চালানো হবে প্রচার ৷ যাতে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে রাখেন ৷ বৄহস্পতি ও শুক্রবার মাসের ১ ও ২ তারিখ হওয়ায় বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ৷ পুরসভা সুত্রে জানা গিয়েছে. বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ জনের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন ৷ এই সংখ্যা তাদের উদ্বেগ বাড়াচ্ছে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ পাশাপাশি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ৫হাজার করে বাসিন্দা করোনার টিকা পাচ্ছেন পাচ্ছেন ৷</p>

from coronavirus https://ift.tt/35Uvj7S

Stay Conneted