Covid19 Updates:প্রতিবেশীদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ, ১৩ তলা থেকে শিশুপুত্র নিয়ে ঝাঁপ করোনায় মৃতের স্ত্রীর

<p style="text-align: justify;"><br /><strong>মুম্বই :</strong> মুম্বইয়ে মর্মান্তিক ঘটনা। ১৩ তলা থেকে শিশুপুত্র নিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৪৪ বছরের এক মহিলা। চণ্ডিভালির অমৃত শক্তি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেশমা ট্রেঞ্চিল নামে ওই মহিলার স্বামী সম্প্রতি মে মাসের ২৩ তারিখে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ছিলেন কৃষি পণ্যের একটি অনলাইন ব্যবসা সংক্রান্ত প্ল্যাটফর্মের চিফ বিজনেস অফিসার।&nbsp;<br />রেশমা নামে মহিলার রেখে যাওয়া একটি সুইসাইড নোটও পুলিশ হাতে পেয়েছে। ওই সুইসাইড নোটে রেশমা তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন। তাঁর সুইসাইড নোটের ভিত্তিতে প্রতিবেশীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। যদিও এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।<br />পুলিশ সূত্রে খবর, রেশমার স্বামী শরত মুলুকুতলা গত ১০ এপ্রিল নতুন ভাড়ার অ্যাপার্টমেন্টে উঠে এসেছিলেন। তখন থেকে অভিযুক্ত পরিবারের সঙ্গে শরত ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। শরত ও রেশমার ছেলে খেলার সময় জোরে চিৎকার করে বলে অভিযুক্ত পরিবার হাউজিং সোসাইটির কাছে অভিযোগও দায়ের করেছিল।&nbsp;<br />জানা গেছে, রেশমার স্বামী বারাণসীতে তাঁর বাবা-মায়ের দেখাশোনার জন্য গিয়েছিলেন। তাঁরা করোনা আক্রান্ত হওয়ায় শরতকে বারাণসীতে যেতে হয়েছিল। পরে শরতের বাবা-মা মারা যান। শরতও করোনা আক্রান্ত হয়ে মারা যান।&nbsp;<br />স্বামীকে হারানোর দুঃখ গত ৩০ মে রেশমার একটি ফেসবুক পোস্টে ঝরে পড়েছিল। তিনি লিখেছিলেন, ওর মতো মানুষ মেলা ভার। ওর লুক ও কণ্ঠস্বর মহিলাদের যে কতটা প্রভাবিত করে, ওর বুদ্ধিমত্তা নিয়ে কতটা আগ্রহ জন্মায়, সে সমস্ত বিষয়ে ওর ধারণাই ছিল না। খুবই শান্ত স্বভাবের। সব সময়ই নিজেকে ও আশেপাশের লোকজনকে নিয়ে মজা করত। কথার থেকে কাজেই বেশি বিশ্বাস ছিল ওর। ও পাশে থাকলে সমস্ত পৃথিবী বিরুদ্ধে চলে গেলেও কোনও যায় আসে না।&nbsp;<br />ফেসবুক পোস্টে তাঁর স্বামীর করোনা আক্রান্ত হওয়া ও হাসপাতালে তিন সপ্তাহের কঠিন লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন রেশমা।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/35OElTI

Stay Conneted