India Corona Cases, 1 July: টানা চতুর্থদিন দেশে দৈনিক করোনা আক্রান্ত ৫০ হাজারের কম, গত ২৪ ঘণ্টায় মৃত ১০০৫

<p style="text-align: justify;"><br /><strong>নয়াদিল্লি:</strong> দেশে টানা চতুর্থদিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। করোনা সংক্রমণ কমলেও সংকট এখনও পুরোপুরি কাটেনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৭৮৬। গত একদিনে মৃতের সংখ্যা ১০০৫। এর আগে সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮. মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১,৫৮৮। অর্থাৎ গতকাল ১৩,৮০৭ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।</p> <p style="text-align: justify;"><strong>দেশের করোনা সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতি</strong></p> <p style="text-align: justify;">দেশে করোনা আক্রান্তর মোট সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯।&nbsp;</p> <p style="text-align: justify;"><br />দেশে এই নিয়ে টানা ৪৯ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। ৩০ জুন পর্যন্ত ৩৩ কোটি ৫৭ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২৭.৬০ লক্ষ টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৪১ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৯ লক্ষ। পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি।</p>

from coronavirus https://ift.tt/3dz2hip

Stay Conneted