Mamata Banerjee on Vaccine: কাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন, ১২ বছর পর্যন্ত বয়সী বাচ্চার মায়েদের অগ্রাধিকার, নবান্নে মুখ্যমন্ত্রী

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে ১২ বছর পর্যন্ত বয়সী বাচ্চার মায়েদের টিকাকরণে। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।</p> <p style="text-align: justify;">এদিন মমতা বলেন, &lsquo;করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।&rsquo;</p> <p style="text-align: justify;">মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পেলে, বেসরকারি ক্ষেত্রগুলিকে বেশি ভ্যাকসিন দেওয়া যেত। তিনি বলেন, &lsquo;আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, কিন্তু পাইনি। ৩ কোটি ভ্যাকসিন পেলে আমরা ২ কোটি টিকা নিতাম, ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত।&rsquo;</p> <p style="text-align: justify;">মুখ্যমন্ত্রীর ঘোষণা, &lsquo;কাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। ১২ বছর পর্যন্ত বয়সী বাচ্চার মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে।&rsquo;</p> <p style="text-align: justify;">মমতা বলেন, &lsquo;প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নেওয়ার কথা বলেছিলেন। অনেক পড়ুয়া কোভ্যাক্সিন নিয়েছেন, কিন্তু বিদেশে যেতে পারছেন না। কোভ্যাক্সিনকে যাতে সারা পৃথিবী গ্রাহ্য করে, সেই দিকটি দেখুক কেন্দ্র।&rsquo;</p> <p style="text-align: justify;">এর আগে, মুখ্যসচিব জানান, দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি বলেন, &lsquo;রাজ্যজুড়ে ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নীতি বদলানোয় ভ্যাকসিনের জোগান কমেছিল।&nbsp;</p> <p style="text-align: justify;">তিনি জানিয়ে দেন, তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের চিকিত্&zwj;সায় আরও জোর দেওয়া হচ্ছে। বললেন, &lsquo;জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর লক্ষ্য। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ আইসিইউ হবে। অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।&rsquo;</p> <p style="text-align: justify;">করোনা আবহে উপ-নির্বাচন নিয়েও অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, &lsquo;এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখন উপনির্বাচন করতে পারলে ভাল। প্রচারের জন্য ৭ দিন দিলেই হবে।&nbsp;</p> <p style="text-align: justify;">এই প্রেক্ষিতে দীর্ঘ বিধানসভা ভোটের কারণেই যে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেই দাবিতে নিয়ে ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, &rsquo;৮ দফায় ভোটের সময় সব থেকে বেশি সংক্রমণ রাজ্যে। বিধানসভা ভোটের সময় ৩৩ শতাংশ সংক্রমণ বৃদ্ধি রাজ্যে।&rsquo;</p>

from coronavirus https://ift.tt/3vRThei

Stay Conneted