WB Corona Cases: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে, মৃত্যু ৪২ জনের

<p><strong>কলকাতা</strong>: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। রাজ্যে একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হল। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ২৯৫ জন, মৃত্যু ১০ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত ১৭১ জন, মৃত্যু ৯ জনের। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৩০ জন, মৃত্যু ৫ জনের।&nbsp;</p> <p>রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৮৩,৫৮৬ জন। রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২২,৭৪০ জন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৪,৪৩,৪৫৬ জনকে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭,৩৯০ জনের। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ।</p> <p>রাজ্যের মতোই দেশেও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে। &nbsp;<br />একদিনে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ২৫৬। যা ৮৮ দিন পর দেশে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৮৮৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১৯৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৭৮ হাজার ১৯০।</p> <p>সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লক্ষ ৬৪ হাজার ৪১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮৪ লক্ষ ২৩ হাজার ৩২৩।</p> <p>করোনায় মৃতদের আর্থিক সাহায্য দিতে অস্বীকার করায় মোদি সরকারকে নিশানা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। ট্যুইটে এই কংগ্রেস সাংসদ লিখেছেন, &lsquo;জীবনের দাম নির্ধারণ করা অসম্ভব। সরকারি ক্ষতিপূরণ সামান্য সাহায্য মাত্র। কিন্তু মোদি সরকার সেটাও দিতে নারাজ। করোনা নিরাময়ে প্রথমে চিকিৎসার অভাব, এরপর ভুয়ো তথ্য, তার ওপর সরকারের নিষ্ঠুরতা।&rsquo;</p>

from coronavirus https://ift.tt/3zFwMfU

Stay Conneted