WB Corona Cases: রাজ্যে ২ হাজারের নীচেই দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮

<p><strong>কলকাতা</strong>: রাজ্যে ২ হাজারের নীচেই দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯২৫, মৃত্যু ৩৮ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন, মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন, ৭ জনের মৃত্যু। বাংলায় একদিনে করোনা মুক্ত ২ হাজার ১৭ জন। &lsquo;সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন,&rsquo; এমনই দাবি এইমসের অধিকর্তার।&nbsp;</p> <p>এদিকে, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মুখ্যসচিবের বক্তব্য, &lsquo;রাজ্যজুড়ে ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নীতি বদলানোয় ভ্যাকসিনের জোগান কমেছিল। ১২ বছর পর্যন্ত বয়সি বাচ্চার মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রাজ্য সরকারের। তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের চিকিত্&zwj;সায় আরও জোর দেওয়া হচ্ছে। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ আইসিইউ-এর ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।&rsquo;</p> <p>মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, &lsquo;করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, কিন্তু পাইনি। ৩ কোটি ভ্যাকসিন পেলে আমরা ২ কোটি টিকা নিতাম, ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত। কাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। ১২ বছর পর্যন্ত বয়সি বাচ্চার মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।&rsquo;</p>

from coronavirus https://ift.tt/35JCNu7

Stay Conneted