India Corona Updates: টানা চারদিন দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের কম, একদিনে মৃত ৪১৬

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দেশে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমল। গত ২৪ ঘণ্টায় ফের পাঁচশোর নীচে নামল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৬ জনের। &nbsp;একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৬১। &nbsp;</p> <p style="text-align: justify;">দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৯৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ২৬২। &nbsp;অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৮৯। &nbsp;এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন।একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন।</p> <p style="text-align: justify;">&nbsp;উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের আশেপাশে রয়েছে। এই নিয়ে টানা চারদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের কম থাকল।&nbsp;</p> <p style="text-align: justify;">কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৪২ জন। করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ৫৩৫।গত শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৭। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৪২।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/2Va6O4y

Stay Conneted