WB Corona Cases: ফের ঊর্ধমুখী করোনা গ্রাফ, রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> ফের ঊর্ধমুখী রাজ্যের করোনা গ্রাফ। ফের বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে সুস্থতার সংখ্যাও কমেছে গতকালের তুলনায়। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১৯ জন।&nbsp;</p> <p style="text-align: justify;">এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু ২ জনের। গতকাল, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েন ৭১১ জন।&nbsp; ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু সংখ্যা ছিল ৫। একদিনে রাজ্যে করোনামুক্ত হন ৮৩৫ জন।&nbsp;</p> <p style="text-align: justify;">রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ । এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৯৮ হাজার ৭৭০ জন । রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৩৬ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার ৪৭৪। &nbsp;রাজ্যজুড়ে এদিন নুমনা পরীক্ষা হয়েছে ৪২, ২০৯ জনের ।&nbsp;</p> <p style="text-align: justify;">দেশে করোনায় মৃত্যু অব্যাহত। পাশাপাশি, দৈনিক সংক্রমণও ঘোরাফেরা করছে ৪০ হাজারের ঘরে। সংক্রমণে রাশ টানতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।এই প্রেক্ষাপটে এবার উত্তর ২৪ পরগনার বারাসাত পুর এলাকার জন্য একাধিক সিদ্ধান্ত নিল মহকুমা প্রশাসন। পুর এলাকায় তৈরি করা হয়েছে ১৩টা কনটেনমেন্ট জোন। পাশাপাশি, শনিবার থেকে ২ সপ্তাহের জন্য একবেলা খোলা থাকবে ৬টি বাজার। সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে কাছারি বাজার, ঘোলা কাজিপাড়া বাজার, স্টেশন রোড বাজার, হরিতলা বাজার, হেলাবটতলা বাজার ও বিধান মার্কেট বাজার।</p>

from coronavirus https://ift.tt/3fgOyNP

Stay Conneted