Coronavirus Delta Plus Variant : ভ্যাকসিন নিয়েই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই, দুশ্চিন্তার কারণ ডেল্টা প্লাস

<p>ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের।&nbsp;<br />২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। তবে রাজ্য সরকারের সেন্টিনাল সার্ভে বলছে, &nbsp;বাংলায় সংক্রমণ বৃদ্ধির হার সামান্য কমেছে।&nbsp;<br />রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করে RT-PCR টেস্ট করা হয়। এরই পোশাকি নাম সেন্টিনাল সার্ভে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, তৃতীয় সমীক্ষায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ১.২ শতাংশ। চতুর্থ সমীক্ষায় সেটা কমে হয়েছে ১ শতাংশ। তৃতীয় সমীক্ষায় দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি ছিল।</p> <p>সেখানেও এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তবে পূর্ব মেদিনীপুর এখনও উদ্বেগের জায়গায় রয়েছে।&nbsp;<br />তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা। ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন, ' সংক্রমণ কমছে এটা খুব ভাল। আরও কমবে। এরকম পদক্ষেপ অবশ্যই ভাল। সেন্টিনাল সার্ভে ভাল পদক্ষেপ।'</p> <p>ডা. অরিন্দম বিশ্বাস আবার জানালেন, ' সার্ভে চালিয়ে যেতে হবে । সংক্রমণ কিছু জায়গায় নিয়ন্ত্রিত হলেও &nbsp;আবার বাড়ছে। মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে। শারীরিক বিধি মানতে হবে, উৎসব-সমাবেশ থেকে দূরে থাকতে হবে। তাহলে বেড়ে যেতে পারে সংক্রমণ। '</p> <p>তবে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে দুঃশ্চিন্তা এখনও কাটেনি। Indian Statistical Institute বা ISI-এর গবেষণায় উঠে এসেছে, গত বছর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তদের মধ্যে ৩১ শতাংশই ডেল্টা প্লাসে সংক্রমিত হয়েছিলেন। ভারতে ডেল্টা প্লাসের সংক্রমিতের হার ছিল কম। শূন্য দশমিক এক তিন শতাংশ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় সংক্রমণটা বেড়ে দাঁড়ায় ৯১ শতাংশ। ভারতে ডেল্টা প্লাসে সংক্রমণের হার কমে হয় শূন্য দশমিক এক দুই শতাংশ। মার্চ-এপ্রিলে আবার ভারতে ডেল্টা প্লাসে সংক্রমণের হার বেড়ে হয় ১ শতাংশ। গবেষকদের কারও কারও ধারণা, তৃতীয় ঢেউয়ে যদি ডেল্টা ও ডেল্টা প্লাস বাড়তে থাকে, সেটা বিপজ্জনক।<br />এই প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন নিয়েই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। করোনা থেকে বাঁচতে হলে, মেনে চলতে হবে যাবতীয় সতর্কতা।</p> <p>,</p>

from coronavirus https://ift.tt/3uk8uGc

Stay Conneted