Coronavirus Updates: মুম্বইতে আজ মহিলাদের ভ্যাকসিনেশন ড্রাইভ, অন স্পট রেজিস্ট্রেশন করলেই সরকারি কেন্দ্রে মিলবে টিকা

<p><strong>মুম্বই</strong> : শুক্রবার মুম্বইতে বৃহন্মুম্বই কর্পোরেশনের উদ্যোগে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। সকাল সাড়ে ১০ থেকে সন্ধে সাড়ে ৬ টা অবধি যে কোনও প্রাপ্তবয়স্ক মহিলা ভ্যাকসিনেশন সেন্টারে এসে প্রথম বা দ্বিতীয় ডোজ নিতে পারবেন অন-স্পট রেজিস্ট্রেশন করেই। বিএমসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে রাজ্য জুড়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেন চলছে। তবে আজকের দিনটি শুধুমাত্র মহিলাদের জন্যই নির্দিষ্ট। ১৭ সেপ্টেম্বর, সব সরকারি ও মিউনিসিপাল করোনা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে মহিলারা ভ্যাকসিনের জন্য অন-স্পট রেজিস্ট্রেশন করাতে পারবেন ও তারপর ভ্যাকসিন নেবেন। আজকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বন্ধই থাকছে। যদিও বেসরকারি ক্ষেত্রে মহিলা, পুরুষ উভয়ই আজ ভ্যাকসিন নিতে পারবেন।&nbsp;<br /><br />আরও পড়ুন :</p> <h3 class="article-title "><a title="Child Fever : শিশুর জ্বর হলে বাড়িতে ফেলে রাখবেন না, সংক্রমণ কিন্তু ফুসফুস ও মাথায় ছড়িয়ে যাচ্ছে, বলছেন চিকিত্সকরা" href="https://ift.tt/3AhXCKU" target="">Child Fever : শিশুর জ্বর হলে বাড়িতে ফেলে রাখবেন না, সংক্রমণ কিন্তু ফুসফুস ও মাথায় ছড়িয়ে যাচ্ছে, বলছেন চিকিত্সকরা</a></h3> <p>আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই উপলক্ষ্যে দেশজুড়ে নানা পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ও বিজেপি। তাদের লক্ষ্য, আজকের দিনে রেকর্ড সংখ্যক ভ্যাকসিন দেওয়ার। বৃহস্পতিবার স্বাস্থমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya ) ট্যুইটারে লেখেন, আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিনে, চলুন আমরা শুরু করি #ভ্যাকসিনসেবা (#VaccineSeva)। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁদের ভ্যাকসিন দিতে নিয়ে যান। অত্মীয়স্বজন, সব স্তরের মানুষকে ভ্যাকসিন দেওয়ানোই প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার। (Tomorrow on the birthday of our dear Prime Minister, let us launch #VaccineSeva. Those who have not taken the vaccine &mdash; take such people, your relatives and people from all segments of society to get vaccinated tomorrow as a birthday gift to the Prime Minister&rdquo; )<br /><br />মুম্বইতে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ৪৩১ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন একদিনে। মহারাষ্ট সরকারের দেওয়া তথ্য অনুসারে এখন মুম্বই শহরে ৪৬৫৪ টি করোনার অ্যাক্টিভ কেস রয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ২ জনের।&nbsp;<br /><br /></p> <p>&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3hFNCnC

Stay Conneted