COVID-19 Update: দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

<p><strong>নয়াদিল্লি</strong>: দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচেই। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৮৭০। &nbsp;</p> <p>দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৭,১৬,৪৫১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩,২৯,৮৬,১৮০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮,১৭৮ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৪৭,৭৫১ জনের। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৮৭,৬৬,৬৩,৪৯০ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৪,১৩,৩৩২ জনের।</p> <p>গতকাল দেশে ২০১ দিন পর ২০ হাজারের নিচে নামে দৈনিক করোনা সংক্রমণ। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও দৈনিক মৃত্যুও কমে যায়। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮,৭৯৫। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা বাড়ল।</p> <p>কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১,১৯৬ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। কেরলে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৫২,৮১০। কেরলে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪,৮১০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮,৮৪৯ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪৪,৭৮,০৪২। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৩,০২৯ জনকে। এখন মহারাষ্ট্রে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৭৯৪। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫,৪৪,৬০৬। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৩৮,৯৬২ জনের।</p>

from coronavirus https://ift.tt/3upEokn

Stay Conneted