India Corona Update: দেশে দাপট অব্যাহত করোনার, ফের বাড়ল দৈনিক আক্রান্তর সংখ্যা

<p style="text-align: justify;"><br /><strong>নয়াদিল্লি:</strong> দেশে অব্যাহত করোনাভাইরাসের দাপট। গতকালের তুলনায় বাড়ল দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৩৫,৬৬২। তবে কমেছে মৃতের সংখ্যা। দেশে&nbsp; গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৮১।&nbsp;</p> <p style="text-align: justify;">শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩৪ হাজার ৪০৩। মৃতের সংখ্যা ছিল ৩২০।&nbsp; পরিসংখ্যান অনুযায়ী, গতকালের তুলনায় দৈনিক আক্রান্তর সংখ্যা বেড়েছে।</p> <p style="text-align: justify;">স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৩ হাজার ৭৯৮। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২। সেইসঙ্গে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯।&nbsp;</p> <p style="text-align: justify;">দেশে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে টিকাকরণ অভিযানে &nbsp;গতি বৃদ্ধি করে আড়াই কোটিরও বেশি ডোজ দিয়ে রেকর্ড তৈরি হয়েছে। দেশে গতকাল মধ্যরাত পর্যন্ত ৭৯.৩৩ কোটি &nbsp; করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর আগেও দৈনিক টিকাকরণে রেকর্ড তৈরি হয়েছিল ভারতে। গত জুন মাসে ২.৪৭ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছিল।&nbsp;</p> <p style="text-align: justify;"><a title="&lt;br /&gt;Mumbai Attack Alert: মুম্বইয়ে ট্রেনে গ্যাস অ্যাটাক বা যাত্রীদের ওপর হামলা চালাতে &nbsp;পারে জঙ্গিরা, জারি সতর্কবার্তা" href="https://ift.tt/3zfA6Nm" target=""><br />Mumbai Attack Alert: মুম্বইয়ে ট্রেনে গ্যাস অ্যাটাক বা যাত্রীদের ওপর হামলা চালাতে &nbsp;পারে জঙ্গিরা, জারি সতর্কবার্তা</a></p> <p style="text-align: justify;">আইসিএমআর জানিয়েছে, ভারতের করোনার ১৪ লক্ষ ৪৮ হাজার ৮৩৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৫ কোটি ৭ লক্ষ ৮০ হাজার ২৭৩ নুমনা পরীক্ষা করা হয়েছে।</p> <p style="text-align: justify;">উল্লেখ্য, দেশে দৈনিক আক্রান্তের অর্ধেকের বেশি কেরলেই। দক্ষিণ ভারতের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ২৩ হাজার ২৬০। মৃত্যু হয়েছে ১৩১ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০,৩৮৮ জন আক্রান্ত।&nbsp; রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তর সংখ্যা এক লক্ষ ৮৮ হাজার ৯২৬। এখনও পর্যন্ত কেরলে এই মহামারীতে মৃত্যু হয়েছে ২৩,২৯৬ জনের।</p> <p style="text-align: justify;">&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3Eopyzn

Stay Conneted