India Corona Update:দেশে গত একদিনে করোনা আক্রান্ত প্রায় ২৬ হাজার, ১৯১ দিনের মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে কম

<p>&nbsp;</p> <p><strong>নয়াদিল্লি</strong><strong>:</strong> দেশের করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে সামান্য স্বস্তি দিয়ে এই নিয়ে পরপর তিন দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে&nbsp; নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ২৬,০৪১। গত একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৯,৬২১।&nbsp; গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৬ জনের।</p> <p>দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও তিন লক্ষের কম হয়েছে। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০। এই সংখ্যা গত ১৯১ দিনের মধ্যে সবচেয়ে কম।</p> <p>করোনা অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। এরমধ্যে সংক্রমণ-মুক্ত হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০।&nbsp; সারা দেশ জুড়ে এখনও পর্যন্ত ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ০১১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৩৮ লক্ষ ১৮ হাজার ৩৬২ জনের।</p> <p>দেশের মোট দৈনিক করোনা আক্রান্তর মধ্যে অর্ধেকের বেশি কেরলেই। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৫,৯৫১। মৃত্যু হয়েছে ১৬৫ আক্রান্তর। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ৯১৫। মোট মৃতের সংখ্যা ২৪,৬০৩। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭,৬৫৮। সবমিলিয়ে রাজ্যে মোট সংক্রমণ-মুক্ত ৪৪ লক্ষ ৪১ হাজার ৪৩০। করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন ১ লক্ষ ৬৩ হাজার ২৮০।</p> <p>&nbsp;</p>

from coronavirus https://ift.tt/2Y2x0jd

Stay Conneted