India Corona Update: দেশে কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬,১১৫

<p style="text-align: justify;"><br /><strong>নয়াদিল্লি:</strong> দেশে কমল করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত সংখ্যা ২৬,১১৫। এর আগে টানা পাঁচদিন দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপরেই ছিল। মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ &nbsp;হাজারের কম।</p> <p style="text-align: justify;">গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫২। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ২৯৫। &nbsp;এদিনের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৪,৪৬৯। এর ফলে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮,৬০৬ কমল।</p> <p style="text-align: justify;"><strong>বিগত কয়েকদিনে দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা</strong></p> <p style="text-align: justify;">১২ সেপ্টেম্বর-২৭,২৫৪<br />১৩ সেপ্টেম্বর-২৫,৪০৪<br />১৪ সেপ্টেম্বর-২৭,১৭৬<br />১৫ সেপ্টেম্বর-৩০,৫৭০<br />১৬ সেপ্টেম্বর-৩৪,৪০৩<br />১৭ সেপ্টেম্বর-৩৫,৬৬২<br />১৮ সেপ্টেম্বর-৩০,৭৭৩<br />১৯ সেপ্টেম্বর- ৩০,২৫৬<br />২০ সেপ্টেম্বর-২৬,১১৫</p> <p style="text-align: justify;">দেশে করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষের কম। বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫। এই আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন।</p> <p style="text-align: justify;">দেশের মধ্যে কেরলে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। গত একদিনে দক্ষিণ ভারতের এই রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৫,৬৯২। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ২৪ হাজার ১৮৫। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩,৬৮৩ জনের। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪৩ লক্ষ ৩২ হাজার ৮৯৭। জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ৬৪ জন স্বাস্থ্যকর্মী।</p> <p style="text-align: justify;">কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮১ কোটি ৮৫ লক্ষ ১৩ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে টিকাকরণ হয়েছে ৯৬.৪৬ লক্ষ জনের।</p> <p style="text-align: justify;">দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৭.৭২ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ০.৯৫ শতাংশ।</p>

from coronavirus https://ift.tt/3AuIrhw

Stay Conneted