India Coronavirus Updates : দেশে করোনায় অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে তিন লক্ষ, দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> ভারতে করোনাভাইরাসে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে তিন লক্ষ হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা &nbsp;৩১,৩৮২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩১৮। &nbsp;গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৫৪২। &nbsp;অর্থাৎ অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১,৪৭৮।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>দেশে বিগত ৭ দিনের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা</strong></p> <p style="text-align: justify;"><br />১৭ সেপ্টেম্বর-৩৫,৬৬২<br />১৮ সেপ্টেম্বর-৩০,৭৭৩<br />১৯ সেপ্টেম্বর-৩০,২৫৬<br />২০ সেপ্টেম্বর-২৬,১১৫<br />২১ সেপ্টেম্বর-২৬,৯৬৪<br />২২ সেপ্টেম্বর-৩১,৯২৩<br />২৩ সেপ্টেম্বর-৩১,৩৮২</p> <p style="text-align: justify;">অর্থাৎ, পরপর দুই দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের বেশিই থাকল।&nbsp;</p> <p style="text-align: justify;">দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর অর্ধেকের বেশি কেরলে। ওই রাজ্যে গত দিনে ১৯,৬৮২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লক্ষ ৭৯ হাজার ৩১০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৫২। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,১৯১। রাজ্য করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ৬০ ৪৬।</p> <p style="text-align: justify;">করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তর সংখ্যা তিন কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার। এরমধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮। দেশে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ১৬২। এই আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন।<br />কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, &nbsp;২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৮৪ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে গতকালই ৭২.২০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।&nbsp;</p> <p style="text-align: justify;">আইসিএমআরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৫৬ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল ১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।</p> <p style="text-align: justify;">দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৭.৭৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ০.৯০ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান অষ্টম।</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p>

from coronavirus https://ift.tt/2WdQdxC

Stay Conneted