Nadia : টোটোয় চড়ে ' বাড়িতে ভ্যাকসিন ', এলাকার বয়স্কদের জন্য উদ্যোগ রানাঘাট পৌরসভার

<p><strong>সুজিত মণ্ডল, নদিয়া :</strong> রানাঘাট পৌরসভা এলাকায় শুরু হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ' ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র অথচ ক্রেডিট নিচ্ছে রাজ্য সরকার ', কটাক্ষ গেরুয়া শিবিরের।&nbsp;<br /><br />&nbsp; &nbsp;সম্প্রতি রানাঘাট পৌরসভা এলাকায় মেগা ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হয়েছে। এর পর নতুন করে সোমবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে রানাঘাট পৌরসভা এলাকার কুড়িটি ওয়ার্ডে চালু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। চলবে ২৩ তারিখ পর্যন্ত। চারটি টোটো গাড়িতে ফ্লেক্স দিয়ে সাজিয়ে ' বাড়িতে ভ্যাকসিন ' নাম দিয়ে পৌরসভার একজন স্বাস্থ্যকর্মী ও একজন নাম নথিভুক্ত করার পৌরকর্মীকে নিয়ে টোটো গাড়ি রানাঘাট পৌরসভার কুড়িটি ওয়ার্ডে ঘুরছে। এরপর মুমূর্ষু ও শয্যাশায়ী নাগরিকদের জন্য পৌঁছে যাচ্ছেন। তাঁদের সহযোগিতা করছেন সেই সমস্ত ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলররা।&nbsp;<br /><br />&nbsp; &nbsp; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ এবং রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় মুমুর্ষ রোগী ও শয্যাশায়ী নাগরিকদের জন্য বাড়িতে ভ্যাকসিন দেওয়ার এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বাড়িতে বসে ভ্যাকসিন নেওয়া পৌর নাগরিকরা। &nbsp; &nbsp; রানাঘাট পৌরসভার উপ-প্রশাসক শেখর মুহুরী বলেন, ' রানাঘাট পৌরসভা এলাকায় যে সমস্ত বয়স্ক প্রবীণ নাগরিকরা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন, হাঁটাচলা করতে পারছেন না, মূলত তাঁদের কথা ভেবেই বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। '&nbsp;<br />চারদিনের এই বাড়িতে ভ্যাকসিন কর্মসূচিতে প্রায় ৯০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে মেগা ভ্যাকসিন কর্মসূচির মাধ্যমে ৩০ হাজারেরও অধিক পৌর নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। <br /><br />অন্যদিকে বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রানাঘাট পৌরসভা এলাকার একাধিক জায়গায় বিজেপির তরফ থেকে টাঙানো হয়েছে ফ্লেক্স। তাতে লেখা রানাঘাট শহরবাসীর জন্যে ৩০ হাজার কোভিড ১৯ ভ্যাকসিন দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদির ছবি সহ ফ্লেক্সে তাঁকে ধন্যবাদ জানিয়ে, ভারতীয় জনতা পার্টি রানাঘাট শহর মণ্ডলের তরফে একাধিক ফ্লেক্স টাঙানো হয়েছে।&nbsp;<br /><br />&nbsp; &nbsp; এই প্রসঙ্গে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, 'ভ্যাকসিন দেওয়া নিয়ে রাজনৈতিক নোংরা খেলা চলছে। রানাঘাট শহরে এর আগে মোদfজি ভ্যাকসিন পাঠিয়েছিলেন ৩২ হাজার। অথচ বর্তমানে রাজ্যের শাসক দল ক্রেডিট নিচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমাদের প্রতিবাদ। কারণ মোদীজি শুধু রানাঘাট বাসীর জন্য নয়, গোটা দেশের জন্যই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।'&nbsp;<br /><br />সবমিলিয়ে রানাঘাটে বাড়িতে বাড়িতে ভ্যাকসিন নিয়ে তুঙ্গে রাজনীতি।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3AuyDUW

Stay Conneted