Student Vaccination: দ্রুত পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ রাজ্যের

<p style="text-align: justify;"><strong>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:</strong> দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা এবং পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশনের দাবিতে সম্প্রতি পথে নেমেছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।&nbsp;</p> <p style="text-align: justify;">এই প্রেক্ষাপটে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে।&nbsp;</p> <p style="text-align: justify;">স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3lPB0LP

Stay Conneted