WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৭২৮

<p><strong>কলকাতা:</strong> রাজ্যে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭২৮ জন। এ নিয়ে রাজ্যেমোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৬১,০১৪ জন। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী &nbsp;১৮ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীকর সংখ্যা ৭,৯৬৭ জন।&nbsp;পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। গতকাল সংখ্যাটি ছিল ৯। আজ যা সামান্য বেড়েছে। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৮,৬৪১ জন।&nbsp;</p> <p>অন্যদিকে দেশে করোনায় ফের ঊর্ধবমুখী সংক্রমণ-গ্রাফ। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৬২।&nbsp;দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৭৭ হাজার ৯৪৮ জনের। &nbsp;মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৭৫ লক্ষ ৩৬ হাজার ৫৮০।&nbsp;</p> <p>করোনা আবহেই উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের অজানা জ্বর। আজই শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে &nbsp;ভর্তি করতে বলা হয়েছে।আক্রান্ত &nbsp;শিশুদের আলাদা রেখে চিকিত্সার নির্দেশ দেওয়া হয়েছে।&nbsp;</p> <p>গাইডলাইনে আরও বলা হয়েছে, অসুস্থ শিশুদের থেকে প্রবীণদের আলাদা রাখতে হবে। শিশুদের বাড়িতে রেখে চিকিত্সা করালে মাস্ক পরে থাকতে হবে। &nbsp;অসুস্থ শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।&nbsp;</p> <p>উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগের ছবিটা। মোট বেড রয়েছে ১২০টি। সবকটিই এই মুহূর্তে ভর্তি। ফলে এক বেডে ২ জন শিশুকে রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ওয়ার্ড খোলার কথা ভাবছে কর্তৃপক্ষ।&nbsp;</p> <p>এরই মধ্যে শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের ২১টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নতুন করে, ৪৩৫টি PICU বা Pediatric intensive care unit খোলা হচ্ছে।কয়েকদিন আগেই, ২৪৪টি নতুন Pediatric intensive care unit খোলার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দফতর।অর্থাত্&zwj;, সব মিলিয়ে, নতুন ৬৭৯টি পিকু চালু হচ্ছে।</p> <p><strong>আরও পড়ুন: <a title="রায়গঞ্জ মেডিক্যালে ১০ বছরের বালিকার মৃত্যুতে চাঞ্চল্য; 'সুগার থাকায় বাঁচানো যায়নি' দাবি হাসপাতালের" href="https://ift.tt/2ZbKr0v" target="">রায়গঞ্জ মেডিক্যালে ১০ বছরের বালিকার মৃত্যুতে চাঞ্চল্য; 'সুগার থাকায় বাঁচানো যায়নি' দাবি হাসপাতালের</a></strong></p>

from coronavirus https://ift.tt/3nKTgZx

Stay Conneted