WB Corona Cases: ফের করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে কমল দৈনিক মৃত্যু

<p><strong>কলকাতা:</strong> রাজ্যে বেশ রয়েকদিন &nbsp;ধরেই স্থিতিশীল করোনা পরিস্থিতি। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০০-র কোটাতেই। আজও একই। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল মোট ১৫,৬৬,৩৯৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৬ সেপ্টেম্বর রাজ্যে করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীক সংখ্যা ৭,৬৮৩ জন।&nbsp;</p> <p>এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল সংখ্যাটা ছিল ১১। অর্থাৎ গতকালের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৩০ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৫,৩৯,৯৭৪ জন। এই মূহূর্তে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।</p> <p>আজও রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে একদিনে সংক্রমিত ১১৮ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।</p> <p>অন্যদিকে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। &nbsp;একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩২৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার ৭৪৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬।&nbsp;দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৪২ হাজার ৬৮৪ জনের। &nbsp;<br />মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার ২৪।</p>

from coronavirus https://ift.tt/39FzhDe

Stay Conneted