Covaxin : ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্তের সময়, কোভ্যাক্সিনের দুটি ডোজ ৫০ শতাংশ সুরক্ষা জুগিয়েছিল, বলছে ল্যানসেটে প্রকাশত গবেষণা

<p>কোভ্যাক্সিনের ( Covaxin )&nbsp; দুটি ডোজ নিলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে মানুষ ৫০ শতাংশ বেশি সুরক্ষিত। দাবি করছে বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেটের একটি সমীক্ষা। <a href="https://ift.tt/3cJ7vaq" target="_blank" rel="noopener">The Lancet Infectious Diseases journal</a>. সম্প্রতি একটি পরীক্ষা চালান বড় সংখ্যক স্যম্পেল সাইজের উপর। এটাই ভারতীয় ভ্যাকসিনটি নিয়ে এখনও পর্যন্ত করা প্রথম real-world assessment .&nbsp;</p> <p>ল্যানসেট জার্নালে সম্প্রতি আরেকটি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা গেছে কোভ্যাক্সিনের (Covaxin) দুটি ডোজ, যাকে BBV152 বলা হয়, তা নিলে অনেকটাই সুরক্ষিত থাকা যায় করোনা&nbsp; থেকে। করোনাভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী এই টিকা। কোভ্যাক্সিন গ্রহীতারা এখন অনেক সুরক্ষিত বলছে সমীক্ষার ফল। প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, দু&rsquo;টি কোভ্যাক্সিন টিকা নেওয়ার ২ সপ্তাহ পরে দেহে করোনাভাইরাস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া শুরু হয়।</p> <p>এই পরীক্ষার স্যাম্পলে ছিলেন আড়াই হাজারের বেশি (2,714 ) হাসপাতাল কর্মী। যাঁরা All India Institute of Medical Sciences (AIIMS) এ কর্মরত। এঁদের শরীরে এপ্রিলের ১৫ থেকে মে মাসের ১৫ তারিখের মধ্যে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। RT-PCR পরীক্ষাও হয় এঁদের। এই সময় দেশে করোনাভাইরাসের ডেল্টা স্ট্রেন ভয়াবহ আকার নেয়। করোনা আক্রান্তদের ৮০ শতাংশই এই সময় ডেল্টা স্ট্রেনেই আক্রান্ত হয়।&nbsp;<span class="Y2IQFc" lang="bn">সর্বশেষ গবেষণাটি ভারতের COVID-19-র দ্বিতীয় ঢেউয়ের সময় করা হয়। যাঁদের উপর সার্ভেটি করা হয়, তাঁরা মূলত স্বাস্থ্যকর্মী। যাঁরা আগেই&nbsp; Covaxin পেয়েছিল। দেখা যায়,&nbsp;</span><span class="Y2IQFc" lang="bn">মোট স্যাম্পলের মধ্যে, ১৬১৭ জন SARS-CoV-2 আক্রান্ত হন। বাকিরা নেগেটিভ হন। প্রত্যেরকের শরীরেই উপসর্গ ছিল। দেখা যায়, উপসর্গমূলক করোনার ক্ষেত্রে এই ভ্যাকসিন ৫০ শতাংশ সফল।&nbsp;</span></p> <p>ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। &nbsp;কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। &nbsp;গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। &nbsp;&nbsp;গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। &nbsp;গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬। &nbsp;দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। &nbsp;মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩। ইতিমধ্যেই ১৩১ কোটি করোনার ডোজ দেওয়া হয়েছে দেশবাসীকে।&nbsp;</p> <p>&nbsp;</p> <blockquote class="koo-media" style="background: transparent; padding: 0; margin: 25px auto; max-width: 550px;" data-koo-permalink="https://ift.tt/3r5Wg43"> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 2; padding: 5px;"> <div style="display: flex; flex-direction: column; background: #ffffff; box-shadow: 0 0 0 1.5pt #e8e8e3; border-radius: 12px; font-family: 'Roboto', arial, sans-serif; color: #424242 !important; overflow: hidden; position: relative;"><a class="embedKoo-koocardheader" style="background-color: #f2f2ef !important; padding: 6px; display: flex; border-bottom: 1.5pt solid #e8e8e3; justify-content: center; text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/2ZCPDe9" target="_blank" rel="noopener" data-link="https://ift.tt/3DOL7IG App</a> <div style="padding: 10px;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3DNclzr" target="_blank" rel="noopener">#𝐂𝐎𝐕𝐈𝐃𝟏𝟗 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 ➡️ More than 131 Cr vaccine doses provided to States/UTs. ➡️ More than 21.65 Cr doses still available with States/UTs to be administered. </a> <div style="margin: 15px 0;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3DNclzr" target="_blank" rel="noopener"> View attached media content </a></div> - <a style="color: inherit !important;" href="https://ift.tt/3qvPVia" target="_blank" rel="noopener">Ministry of Health &amp; Family Welfare, Govt of India (@mohfw_india)</a> 24 Nov 2021</div> </div> </div> </blockquote> <p> <script src="https://ift.tt/3w6q9ly> </p>

from coronavirus https://ift.tt/3FYP3r5

Stay Conneted