India Coronavirus Update: উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯, ২৮৩

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> চিন্তা বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ (India Corona Update)। গত ২৪ ঘণ্টায় বাড়ল দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। অন্যদিকে এক লাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গতকাল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬। &nbsp;</p> <p style="text-align: justify;">দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৮১, যা গত ৫৩৭ দিনে সর্বনিম্ন।</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <blockquote class="koo-media" style="background: transparent; padding: 0; margin: 25px auto; max-width: 550px;" data-koo-permalink="https://ift.tt/3l3GwuW"> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 2; padding: 5px;"> <div style="display: flex; flex-direction: column; background: #ffffff; box-shadow: 0 0 0 1.5pt #e8e8e3; border-radius: 12px; font-family: 'Roboto', arial, sans-serif; color: #424242 !important; overflow: hidden; position: relative;"><a class="embedKoo-koocardheader" style="background-color: #f2f2ef !important; padding: 6px; display: flex; border-bottom: 1.5pt solid #e8e8e3; justify-content: center; text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/2ZCPDe9" target="_blank" rel="noopener" data-link="https://ift.tt/30NqvBT App</a> <div style="padding: 10px;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/32yucfP" target="_blank" rel="noopener">#Unite2FightCorona #LargestVaccineDrive ➡️ India&rsquo;s Cumulative #COVID19 Vaccination Coverage exceeds 118.44 Cr (1,18,44,23,573). ➡️ More than 76.58 Lakh doses administered in last 24 hours. https://ift.tt/3HOrnr6> <div style="margin: 15px 0;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/32yucfP" target="_blank" rel="noopener"> View attached media content </a></div> - <a style="color: inherit !important;" href="https://ift.tt/3qvPVia" target="_blank" rel="noopener">Ministry of Health &amp; Family Welfare, Govt of India (@mohfw_india)</a> 24 Nov 2021</div> </div> </div> </blockquote> <p> <script src="https://ift.tt/3w6q9ly> </p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Pfizer Vaccine : দ্বিতীয় ডোজের ৪ মাসের মাথায় ১০০ শতাংশ কার্যকর ফাইজারের ভ্যাকসিন ?" href="https://ift.tt/3FLHNhN" target="_blank" rel="noopener">Pfizer Vaccine : দ্বিতীয় ডোজের ৪ মাসের মাথায় ১০০ শতাংশ কার্যকর ফাইজারের ভ্যাকসিন ?</a></p> <p>অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) একদিনে করোনা (Corona Case) আক্রান্ত ৭২০। মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা (Kolkata)। একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। কলকাতায় (Kolkata) একদিনে ২১১ জন করোনা সংক্রমিত। জলপাইগুড়িতে (Jalpaiguri) একদিনে ২জনের মৃত্যু, ১০জন আক্রান্ত।</p> <p>রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৪০৭। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৯১৪। সুস্থতার হার ৯৮.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১৪ জনের। পজিটিভিটি রেট ২ শতাংশ।&nbsp;</p> <p>এদিকে রাজ্যে কোভিড চিকিত্&zwj;সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম। &nbsp;স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু&rsquo;টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু&rsquo;একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। &nbsp;</p>

from coronavirus https://ift.tt/3l3z42T

Stay Conneted