India Coronavirus : দেড়বছরে সর্বনিম্ন !! গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের পরিসংখ্যানে স্বস্তির নিশ্বাস

<p>নয়াদিল্লি : করোনায় দেশে কমল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। &nbsp;&nbsp;</p> <p>কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,</p> <ul> <li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। &nbsp;যা গত দেড়বছরে সর্বনিম্ন।</li> <li>গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৮।&nbsp; &nbsp;</li> <li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে &nbsp;২৩৬ জনের।</li> <li>&nbsp;গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৯।</li> <li>&nbsp;দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ১৪৭ জনের। &nbsp;</li> <li>মোট আক্রান্তের সংখ্যা&nbsp; &nbsp;৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০। &nbsp;&nbsp;</li> <li>১১৭ কোটি পার করেছে সারা দেশে দেওয়া ভ্যাকসিন ডোজের সংখ্যা ।&nbsp;</li> </ul> <p>&nbsp;</p> <blockquote class="koo-media" style="background: transparent; padding: 0; margin: 25px auto; max-width: 550px;" data-koo-permalink="https://ift.tt/32qKlDT"> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 2; padding: 5px;"> <div style="display: flex; flex-direction: column; background: #ffffff; box-shadow: 0 0 0 1.5pt #e8e8e3; border-radius: 12px; font-family: 'Roboto', arial, sans-serif; color: #424242 !important; overflow: hidden; position: relative;"><a class="embedKoo-koocardheader" style="background-color: #f2f2ef !important; padding: 6px; display: flex; border-bottom: 1.5pt solid #e8e8e3; justify-content: center; text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/2ZCPDe9" target="_blank" rel="noopener" data-link="https://ift.tt/3DLqf55 App</a> <div style="padding: 10px;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3CNJCsF" target="_blank" rel="noopener">#Unite2FightCorona #LargestVaccineDrive ➡️India&rsquo;s cumulative vaccination coverage crosses 117 crore landmark milestone. ➡️More than 63 lakh Vaccine doses administered today till 7 pm. </a> <div style="margin: 15px 0;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3CNJCsF" target="_blank" rel="noopener"> View attached media content </a></div> - <a style="color: inherit !important;" href="https://ift.tt/3qvPVia" target="_blank" rel="noopener">Ministry of Health &amp; Family Welfare, Govt of India (@mohfw_india)</a> 22 Nov 2021</div> </div> </div> </blockquote> <p> <script src="https://ift.tt/3w6q9ly> </p> <p>রাজ্যের করোনাগ্রাফ (West Bengal Coronavirus) সোমবারের তথ্য অনুসারে, রাজ্যে তার আগের ২৪ ঘণ্টায় কমেছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। শেষ বুলেটিনের থেকে যা সামান্য কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭ জন। তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রবিবার রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে মৃত্যু হয় ৭ জনের। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ১৫। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে প্রাণ হারান ১৯ হাজার ৩৯৭ জন। এই পরিস্থিতিতে, রাজ্যে কোভিড চিকিত্&zwj;সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু&rsquo;টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু&rsquo;একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।</p>

from coronavirus https://ift.tt/3CH8cM4

Stay Conneted