India Coronavirus : ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, ক্রমে কি স্বস্তির দিনের দিকে এগোচ্ছে দেশ?

<p><strong>নয়াদিল্লি :&nbsp;</strong>নিম্নমুখী দেশের করোনা-গ্রাফ। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। &nbsp;কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। &nbsp;</p> <ul> <li>গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৮৩।&nbsp; &nbsp;</li> <li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।&nbsp;</li> <li>গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৭।&nbsp;</li> <li>দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জনের।&nbsp;</li> <li>মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২।<br /><br /><br /></li> </ul> <blockquote class="koo-media" style="background: transparent; padding: 0; margin: 25px auto; max-width: 550px;" data-koo-permalink="https://ift.tt/3FGdPM8"> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 2; padding: 5px;"> <div style="display: flex; flex-direction: column; background: #ffffff; box-shadow: 0 0 0 1.5pt #e8e8e3; border-radius: 12px; font-family: 'Roboto', arial, sans-serif; color: #424242 !important; overflow: hidden; position: relative;"><a class="embedKoo-koocardheader" style="background-color: #f2f2ef !important; padding: 6px; display: flex; border-bottom: 1.5pt solid #e8e8e3; justify-content: center; text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/2ZCPDe9" target="_blank" rel="noopener" data-link="https://ift.tt/2Zlb5o2 App</a> <div style="padding: 10px;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3oWjNSp" target="_blank" rel="noopener">#Unite2FightCorona</a> <div style="margin: 15px 0;"><a style="text-decoration: none; color: inherit !important;" href="https://ift.tt/3oWjNSp" target="_blank" rel="noopener"> View attached media content </a></div> - <a style="color: inherit !important;" href="https://ift.tt/3qvPVia" target="_blank" rel="noopener">Ministry of Health &amp; Family Welfare, Govt of India (@mohfw_india)</a> 25 Nov 2021</div> </div> </div> </blockquote> <p><img style="display: none; height: 0; width: 0;" src="https://ift.tt/3cMiX53" /></p> <p> <script src="https://ift.tt/3w6q9ly> </p> <p><strong>রাজ্যে করোনা পরিস্থিতি&nbsp; </strong></p> <p>অন্যদিকে, &nbsp;রাজ্যে করোনা সংক্রমণ (Corona Affected) ৮০০-র কোটায়। বুধবার প্রকাশিত বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে ৮০৩ জন। এ নিয়ে রাজ্যে (West Bengal) করোনা (Covid) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১১,৯৮৩ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিল ৭২০ জন।&nbsp; এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৪০৭ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের।&nbsp; আজ রাজ্যে করোনায় সংক্রিয় রোগীর (Corona Active Case) সংখ্যা ৭,৮৯৪ জন। সরকারি হিসেব অনুযায়ী গতকালের তুলনায় যা ২০ জন কম। প্রকাশিত বুলেটিনের হিসেব বলছে হত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত রোগীর সংখ্যা ১৫,৮৪,৬৭০ জন। আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3cK4jLR

Stay Conneted