Omicron Vaccine : আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন ! আশার বার্তা মডার্নার

<p><strong>নয়াদিল্লি :&nbsp;</strong>ক্রিস্টমাস থেকে নিউইয়ার, বিশ্বজুড়ে উত্&zwj;সবের মরশুম আসার আগেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ!&nbsp;ডেল্টার (Delta) পর এবার আতঙ্কের নাম &lsquo;ওমিক্রন&rsquo;। করোনা ভাইরাসের নতুন প্রজাতি যা কি না ৫০ বার বদলেছে জিনের বিন্যাস। &nbsp;যার মধ্যে ৩২ বারই বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।&nbsp;চিকিত্&zwj;সা পরিভাষায় যার নাম- B.1.1.529। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, সবার প্রথমে &lsquo;ওমিক্রন&rsquo;-এর সংক্রমণের হদিশ পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়।&nbsp;</p> <p>তারপর কয়েক দিনের মধ্যেই বৎসোয়ানা&nbsp;হংকং,&nbsp;ইজরায়েল,&nbsp;বেলজিয়াম&nbsp;ও ব্রিটেনে মিলেছে এই ভাইরাসের নতুন প্রজাতির হদিশ।&nbsp;বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে &lsquo;ওমিক্রন&rsquo; ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে।&nbsp;</p> <p>কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না আশার কথা শোনাল। ওই সংস্থার দাবি, জরুরি প্রয়োজনে &nbsp;আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন বাজারে আনতে পারবে তারা। &nbsp;ইতিমধ্যে বিশ্বের ১৬টি দেশে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে।&nbsp; &nbsp;<br /><br />ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা হুর সাবধানবাণী। ইতিমধ্যে সব দেশকে সতর্ক করে&nbsp; হু&nbsp; আশঙ্কা প্রকাশ করেছে,&nbsp; সংক্রমণ যদি বাড়তে থাকে তবে কিছু এলাকায় পরিস্থিতি মারাত্মক&rsquo; হয়ে উঠতে পারে।<br />যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসের এই নতুন রূপে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি।<br /><br />কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজোড়া সতর্কতার মধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রকের কোভিড ১৯ টাস্ক ফোর্সের চেয়ারম্যান এন কে অরোরা জানান, বুস্টার ডোজ নিয়ে নীতি কী হবে, কাদের বুস্টার ডোজ প্রয়োজন, তা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে দু&rsquo;সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে। &nbsp;তিনি জানান, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্কতার কারণে বিভিন্ন দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। &nbsp;ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে।&nbsp;</p> <p>সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ১২ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন নিয়েও বিস্তারিত পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। &nbsp;দেশে ১৮ বছরের কম বয়েসিদের সংখ্যা ৪৪ কোটি।&nbsp; &nbsp; &nbsp;</p> <p><br /><br /></p>

from coronavirus https://ift.tt/3rjEmLk

Stay Conneted