WB Corona Cases: গত ১ দিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৮০৩, মৃত্যু ১২ জনের

<p><strong>কলকাতা:</strong> রাজ্যে করোনা সংক্রমণ (Corona Affected) ৮০০-র কোটায়। বুধবার প্রকাশিত বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে ৮০৩ জন। এ নিয়ে রাজ্যে (West Bengal) করোনা (Covid) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১১,৯৮৩ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিল ৭২০ জন।</p> <p>এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৪০৭ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের।</p> <p>আজ রাজ্যে করোনায় সংক্রিয় রোগীর (Corona Active Case) সংখ্যা ৭,৮৯৪ জন। সরকারি হিসেব অনুযায়ী গতকালের তুলনায় যা ২০ জন কম। প্রকাশিত বুলেটিনের হিসেব বলছে হত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত রোগীর সংখ্যা ১৫,৮৪,৬৭০ জন। আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="und">WB COVID-19 Daily Health Bulletin: 24 November 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.<br /><br />পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৪ নভেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।<a href="https://twitter.com/hashtag/BengalFightsCorona?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BengalFightsCorona</a> <a href="https://t.co/b8I3IO25o6">pic.twitter.com/b8I3IO25o6</a></p> &mdash; Department of Health &amp; Family Welfare, West Bengal (@wbdhfw) <a href="https://twitter.com/wbdhfw/status/1463516490980728832?ref_src=twsrc%5Etfw">November 24, 2021</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>উল্লেখ্য, রাজ্যে করোনা পরীক্ষার (Corona Test in Bengal) নিম্নমুখী গ্রাফ ও সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। দ্রুত দৈনিক করোনা (Covid) পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্যসচিবকে (State Health Secretary) পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব (Central Health Secretary)। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সংক্রমণ হ্রাস পাওয়ায় কমেছে পরীক্ষা।</p> <p>ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৬৪ হাজার ৮৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৮৬ লক্ষ ৮৪ হাজার ১৯৩।</p>

from coronavirus https://ift.tt/3CNYWWy

Stay Conneted