Health Tips: নাক থেকে জল পড়ছে? গলা চুলকাচ্ছে? কী রোগে আক্রান্ত আপনি জানা আছে?

<p style="text-align: justify;">কলকাতা: শীতকাল (Winter) মানেই পিকনিক কিংবা বেড়াতে যাওয়া নয়। শীতকাল যেমন অনেক আনন্দের মুহূর্ত নিয়ে আসে, তেমনই নিয়ে আসে বেশ কিছু অসুখ বিসুখও। ভুলে গেলে চলবে না এখনও করোনা (Coronavirus) পরিস্থিতি কেটে যায়নি। তাই বেড়াতে যাওয়া কিংবা উৎসব উদযাপনের আনন্দে মেতে উঠলেও করোনাবিধি মেনে চলা এবং নিজেকে ও অন্যদের সমক্রমণের হাত থেকে রক্ষা করার কথাও মনে রাখতে হবে। তার উপর এখন মাথায় চিন্তা বাড়িয়েছে ওমিক্রন (Omicron)।</p> <p style="text-align: justify;">ওমিক্রন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। নানা জায়গায় ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। তাই করোনা ভাইরাসের (Covid19) এই নতুন রূপ নিয়ে আসা ওমিক্রন মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের পক্ষ থেকে ওমিক্রন সম্পর্কে নানা তথ্য দেওয়া হয়েছে। ওমিক্রনে আক্রান্ত হওয়ার লক্ষণ কী, কীভাবেই বা এর চিকিৎসা হয়, করোনার মতোই ভয়ঙ্কর কিনা, স সম্পর্কে ইতিমধ্যেই জানিয়েছেন তাঁরা। তারপরও রোজ নানা তথ্য পাওয়া যাচ্ছে।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Diabetes: মুখে এই লক্ষণ দেখা গিয়েছে? মধুমেহ রোগে আক্রান্ত হননি তো?" href="https://ift.tt/3yFGChN" target="">Diabetes: মুখে এই লক্ষণ দেখা গিয়েছে? মধুমেহ রোগে আক্রান্ত হননি তো?</a></strong></p> <p style="text-align: justify;">এদিকে দেখতে দেখতে শীতকাল চলে এসেছে। শীতকাল পড়লে বহু মানুষের মধ্যেই জ্বর (Fever), গলায় ব্যথা, গলা খুসখুস করা কিংবা, কাশি, সর্দি, নাক থেকে জল পড়ার (Runny Nose) মতো অসুখ বিসুখ হতে দেখা যায়। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকালে হওয়া সাধারণ সর্দি, কাশি, জ্বরের মধ্যেই লুকিয়ে রয়েছে ওমিক্রনের নতুন উপসর্গ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতির গবেষণায় দেখা গিয়েছে, <a title="ওমিক্রন" href="https://ift.tt/3ybz06l" data-type="interlinkingkeywords">ওমিক্রন</a>ে আক্রান্ত হওয়ার লক্ষণগুলির মধ্যে নতুন সংযোজন নাক থেকে জল পড়া এবং গলা চুলকানো। মাথা যন্ত্রণা, ঠান্ডা লাগার সঙ্গে যদি কারও মধ্যে নাক থেকে অবিরত জল পড়া ও গলা চুলকানোর (Itchy Throat) সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন বলে পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, তত দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই শীতকাল বলে সাধারণ জ্বর, সর্দি, কাশি কিংবা নাক থেকে জল পড়ার সমস্যাকে অবহেলা করা একেবারেই সঠিক নয়।</p>

from coronavirus https://ift.tt/3mesWVO

Stay Conneted