Omicron Booster : কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ কী সিদ্ধান্ত নিল কেন্দ্র ?

<p>নয়াদিল্লি :&nbsp; কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন (Vaccination)নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে। &nbsp;স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাচ্ছে, তখন চিকিত্&zwj;সকদের একাংশ বুস্টার ডোজের দাবিতে সরব। &nbsp;কিন্তু সূত্রের খবর, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। &nbsp;সেইসঙ্গে শিশুদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়নি। &nbsp;<br /><br />Omicron আতঙ্কের আবহে বুস্টার ডোজ কতটা ঢাল হয়ে উঠতে পারে, এ নিয়ে চিকিৎসকদের মধ্যে মতানৈক্য আছেই। &nbsp;চল্লিশোর্ধদের বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে কেন্দ্রের কোভিড ইন্ডিয়ান সার্স-কোভ-টু (SARS-COV-2)জেনোমিকস কনসর্টিয়াম। এর আগে আমেরিকা-সহ বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে গিয়েছে। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে বুস্টার ডোজের উপকারিতা পাওয়া যাচ্ছে বলে গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।&nbsp;</p> <p>আরও পড়ুন :</p> <h3 class="article-title "><a title="ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আশার কথা শোনালেন বাইডেনের মুখ্য চিকিৎসা উপদেষ্টা" href="https://ift.tt/3GguW7F" target="">ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আশার কথা শোনালেন বাইডেনের মুখ্য চিকিৎসা উপদেষ্টা</a></h3> <p>গত সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের ৩৬টি দেশে, বিভিন্ন রূপরেখার মধ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া।&nbsp;চিকিত্&zwj;সকদের পরামর্শ মেনে বাছাই করা নাগরিকদের এই ডোজ দেওয়া হয়েছে।&nbsp;আমেরিকায় প্রথমে, যাঁদের রোগপ্রতিরোধক ক্ষমতা &nbsp;কম এবং বয়স্ক নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করা হয়, সেখানে চলতি মাসে দেশে ১৮ বছরের বেশি বয়সী &nbsp;প্রত্যেক নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।&nbsp;</p> <p>এই বিষয়ে অবশ্য অন্য মতও রয়েছে। চিকিত্&zwj;সক সৌগত ঘোষ বলেন, ভারতে বুস্টার ডোজের আগে সবাইকে দুটো করে ডোজ দেওয়া হোক। ফ্রন্টলাইন দের দেওয়া হোক।।&nbsp;</p> <p>করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগ রেল মন্ত্রকেও। ইতিমধ্যেই রেলের সব চিকিৎসাকেন্দ্রে ওমিক্রন আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে PPE কিট, অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধপত্রের যোগান ঠিক রাখার কথাও বলা হয়েছে।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3EIiWeE

Stay Conneted