WB Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ

<p><strong>কলকাতা :</strong> গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০৫ জন। কিন্তু বুধবারের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন, ৬৬৮ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৬, ১৬, ৭৫১ ।</p> <p>অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের । গতকাল এই সংখ্যাটা ছিল ১৩। এনিয়ে রাজ্যে করোনায় রাজ্যে মোট মৃত ১৯,৪৯৮।</p> <p>রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৭১২। ডিসচার্জের হার ৯৮.৩২ শতাংশ। এদিকে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে কলকাতা। এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ১৩১ জন। কলকাতা, উঃ ২৪ পরগনা দুই জেলাতেই ৪ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে।&nbsp;</p> <p>এদিকে কোভিডর (Coronavirus) মতো ভাইরাসঘটিত রোগও নির্ভর করে দেহে কোন গ্রুপের রক্ত রয়েছে তার ওপর। এমনই দাবি করা হয়েছে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের রক্তের গ্রুপ এ (A), বি (B) এবং আরএইচ প্লাস (RH+), তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। পাশাপাশি যাদের রক্তের গ্রুপ ও (O), এবি (AB)এবং আরএইচ মাইনাস (RH-), তাঁদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম, সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সূত্রে এমনটাই খবর।&nbsp;</p> <p>৮ এপ্রিল, ২০২০ থেকে ৪ অক্টোবর ২০২০ এর মধ্যে গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৮৬ জন কোভিড পজিটিভ রোগীর ওপর এই গবেষণাটি করা হয়েছিল। ডিপার্টমেন্ট অফ রিসার্চের ডঃ রশ্মি রানা বলেন, "যাঁদের মারাত্মক রকমের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁদের রক্তের গ্রুপে এই বিভাজন কতটা কার্যকর তা এখনও জানা যায়নি। তবে এখন ABO এবং Rh ব্লাড গ্রুপের ওপর কাজ চলছে। এই দুই গ্রুপের রক্তে কোভিড ঝুঁকি কতটা তা গবেষণা করে দেখা হচ্ছে।" &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>

from coronavirus https://ift.tt/3xQN0T2

Stay Conneted