WB Corona Update :গত একদিনে রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ, মৃত ১৩

<p>&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron<strong>)</strong> নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যেই রাজ্যে (West Bengal) দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমল। রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health and Family Welfare Department) শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৬০৮। গত একদিনে মৃতের সংখ্যা ১৩। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও গতকালের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে।</p> <p style="text-align: justify;">স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৭,মৃতের সংখ্যা ছিল ১২।</p> <p style="text-align: justify;">স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, রাজ্যে পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১৫। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ১৬। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার৮২৩। অতিমারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ হাজার ৫২৩।&nbsp; বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭০।</p> <p>রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত ১৫৮। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১২৭। দক্ষিণ ২৪ পরগনাতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪৯। কলকাতায় গত একদিনে করোনায় মৃতের সংখ্যা ৩। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়ে গত একদিনে মৃতের সংখ্যা ৪।</p> <p><a title="Kolkata Metro Update: যাতায়াতের আধুনিক ব্যবস্থা, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মিলবে QR Code-এর সুবিধা" href="https://ift.tt/31n1vC9" target="">Kolkata Metro Update: যাতায়াতের আধুনিক ব্যবস্থা, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মিলবে QR Code-এর সুবিধা</a></p> <p style="text-align: justify;">হাওড়াতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩৭। হুগলিতে এই সংখ্যা ৪৫। পশ্চিম বর্ধমানে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ২৬। পূর্ব বর্ধমানে এই সংখ্যা ৫। পূর্ব মেদিনীপুরে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৯, পশ্চিম মেদিনীপুরে ১৩।&nbsp; দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩, জলপাইগুড়িতে ১৪। দক্ষিণ দিনাজপুরেও এই সংখ্যা ১৪।<br /><br /><br /><br /></p>

from coronavirus https://ift.tt/3DiQFtF

Stay Conneted