WB Corona Update :রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃতের সংখ্যা

<p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">কলকাতা: ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই আগের দিনের তুলনায় রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Updates)। তবে মৃতের সংখ্যা কমেছে। রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২১। ১১জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বহাল কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে।</p> <p style="text-align: justify;">স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্তর সংখ্যা ৬২১। গতকালের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৬০৮। মৃতের সংখ্যা ছিল ১৩। এদিনের পরিসংখ্যানে দৈনিক মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তর সংখ্যা।</p> <p style="text-align: justify;">স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭।&nbsp; সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৯১ হাজার ৪৪৭। অতিমারি শুরুর পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৯,৫৩৪।</p> <p style="text-align: justify;">এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৭ হাজার ৬৫৬। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। মৃত্যু হার ১.২১ শতাংশ। ৪ নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভিটি হার ১.৫৪ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছ ৯ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার ৪২০। গত একদিনে টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৫০ জনের।</p> <p style="text-align: justify;">রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্তর সংখ্যা ১৮৫। মৃত্যু হয়েছে চার জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৯২। দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০। হুগলিতেও গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫০। হাওড়ায় এই সংখ্যা ৪৫।</p> <p style="text-align: justify;">দার্জিলিংয়ে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ২৬। কোচবিহারে এই সংখ্যা ১৫, জলপাইগুড়িতে ১৪। &nbsp;মালদায় দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৩। মুর্শিদাবাদে ১০। নদিয়ায় গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ২৪, বাঁকুড়ায় ১৭। পশ্চিম মেদিনীপুরে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত ১১ জন, পূর্ব মেদিনীপুরে ৬।</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3Dof15i

Stay Conneted