WHO on Covid19: কোভিড 'সুনামি'তে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা, সতর্কবার্তা হু-এর

<p><strong>নয়া দিল্লি:</strong> বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে করোনাভাইরাসের দুই প্রজাতি ওমিক্রন ও ডেল্টা ভাইরাসের 'সুনামির' জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। কিছুদিন আগেই হু সতর্ক করেছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত ঝুঁকি বৃদ্ধি করছে। যা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।</p> <p>সংবাদসংস্থা এএফপি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে উদ্ধৃত করে বলেছে, "আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে <a title="ওমিক্রন" href="https://ift.tt/3ybz06l" data-type="interlinkingkeywords">ওমিক্রন</a> আরও সংক্রমণযোগ্য হয়ে উঠছে। ডেল্টার যে সময়ে বৃদ্ধি হয়েছিল তেমনই এক সুনামির দিকে এগিয়ে চলেছি। এর ফলে স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছে। ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা, বাড়ছে চাপ। করোনার দুই প্রজাতির জন্য বিশ্বব্যাপী মৃত্যুও বেড়েছে অনেকটাই।&nbsp;</p> <p>বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, "নতুন কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে অসুস্থ হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টির অন্যতম কারণ। যাঁদের টিকা হয়নি তাঁদের সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি।"&nbsp;</p> <p>&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3eAzlqk

Stay Conneted